গৌরনদীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন

0
(0)

গৌরনদী প্রতিনিধি
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের সকল পৌরসভার ন্যায় গতকাল সোমবার বরিশালের গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন তাদের সকল কাজকর্ম বন্ধ রেখে পৌরসভা কম্পাউন্ডে অবস্থান নিয়ে পূর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকে তাদের দুই দিনব্যাপী পূর্ন দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর প্রথম দিনে গতকাল গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন এ কর্মসূচী পালন করে।
গৌরনদী পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইমলামের সভাপতিত্বে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালনকালে গতকাল বেলা ১১টায় গৌরনদী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়, বরিশাল জেলা শাখার সদস্য ও গৌরনদী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মামুন-অর-রশিদ, পৌরসভার কর আদায়কারী ও উপজেলা শাখার সাধারন সম্পাদক কে,এম মোশাররফ হোসেন, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক কাজী শফিকুল ইসলাম স্বপন, মোঃ মফিজ সেরনিয়াবাত ও ডলি রানী বনিক প্রমুখ। পূর্নদিবস কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচীতে গৌরনদী পৌরসভার মোট ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে, গৌরনদী পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত জনসাধারনের সেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়াও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশের প্রত্যেকটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই অক্লান্ত পরিশ্রম করার পরও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ২-৫-৬ মাস পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছে না, যা খুবই দুঃখজনক। তাই বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে কেন্দ্র করে সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী-কে বিষয়টি বিবেচনার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.