আগৈলঝাড়ায় মোটরসাইকেল চুরির আতংক

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় একাধিক মোটরসাইকেল চুরি ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল রোববার রাতে উপজেলা যুগান্তর প্রতিনিধির ভাই ব্যবসায়ী কবির মোল্লার বাকাল গ্রামীণ ব্যাংক সংলগ্ন বাড়ি থেকে মোটরসাইকেল রাখার ঘরের তালা ভেঙ্গে বরিশাল-হ, ১১-১৯১৮ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। অন্যদিকে এর এতদিন আগে উপজেলার বড় বাশাইল হাটের মসজিদের বারান্দায় রাখা শিক্ষক শরিফুল ইসলাম (বিপ্লব) এর মোরসাইকেল মসজিদের গ্রীল ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে উপজেলা সদরের রড সিমেন্ট ব্যবসায়ী ফুল্লশ্রী গ্রামের কালাম ফকিরের বিল্ডিং এর গ্রীল কেটে মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল। কয়েকটি চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকদের মাঝে চুরির আতংক বিরাজ করছে। এঘটনায় কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।