আওয়ামীলীগ নেতা দুলাল চন্দ্র মন্ডল পরলোক গমন।

গৌরনদী প্রতিনিধি।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দুলাল চন্দ্র মন্ডল(৬৫) কিডনীসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে পরলোক গমন করেছেন।
তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের পারিবারিক শ্মশানে তার লাশের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার পরলোক গমনের খবরে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজ, সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা প্রমূখ। নেতৃবৃন্দগন তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।