আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়িসহ দুইজন গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়িসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ গৈলা গ্রাম থেকে ওই গ্রামের সকাল সমদ্দারের ছেলে ইয়াবা ব্যবসায়ি সবুজ সমদ্দার (২০) কে নিজ ঘর থেকে ৭পিচ ইয়াবাসহ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। এঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-১২(২২.৬.১৮)।
অন্যদিকে দুই মাস আগে ইজিবাইক চুরি মামলার সন্দেহভাজন আসামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের বিমল সরদারের ছেলে বিধান সরদার (৪০) কে বাশাইল গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে এসআই দেলোয়ার হোসেন গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।