হাজীপুরে গ্রাম পাহারা ব্যবস্থাকরনে পুলিশের মতবিনিময়

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারে ৯নং ওয়ার্ডে গ্রাম পাহারার উন্নতি কল্পে বিলেরপার গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কুলাউড়া পুলিশের মতবিনিময় করা হয়েছে।৩১ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৮টায় স্থানীয় ইউপি সদস্য গোলজার আহমদের মার্কেটের সম্মুখে এ মতবিনিময় করা হয়েছে।
অত্র এলাকার মুরব্বী হাজী জহুর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্র্জ শামীম মুসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এস আই আনোয়ার হোসেন, আওয়ামীলীগীর সাধারন সম্পাদক হাজীপুর ইউনিয়ন শাখার ওয়াদুদ বক্স, ইউপি সদস্য গোলজার আহমদ, ইউপি সদস্য রাজা মিয়া, শিক্ষক আব্দুল মালিক শামীম, ডা. আব্দুল মালিক প্রমুখ।