স্বরূপকাঠিতে নিখোজের তিনদিন পর কৃষক ভাসমান লাশ উদ্ধার

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
নিখোজের তিন দির পর পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে কৃষক ৪ সন্তানের জনক মো. সেলিমের (৪৫) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে বলদিয়া ইউনিয়নের কাটাখালী ব্রিজের কাছে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহতের ছোট ভাই লিটন জানায়, গত শনিবার জমি চাষ করতে গিয়ে সেলিম আর বাসায় ফিরে আসেনি। অনেক খোজাখুজির পরেও পরিবারের লোকজন তার সন্ধান পাচ্ছিল না। গতকাল সোমবার সকালে এলাকাবাসী কাটাখালী ব্রিজের কাছে তার ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। লিটন আরও জানায় ওই চাষকৃত ওই জমি নিয়ে সেলিমের সাথে তার নানা বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। নানা বাড়ির লোকজনই তার ভাইকে খুন করেছে বলে তার অভিযোগ। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) কাজী শাহ নেওয়াজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে প্রেরন করে। লাশের গলায় প্লাস্টিকের দড়ি এবং পেটসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) কাজী শাহ নেওয়াজ জানান, প্রাথমিকভাবে সেলিমকে খুন করা হয়েছে বলেই ধারনা করা হচ্ছে। পোষ্ট মর্টেম রিপোর্টে ও তদন্তের মাধ্যমে আসল তথ্য উদঘাটন করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.