নাজিরপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মারধরে শিকার আহত বাদশা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে।শুক্রবার সকালে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ, হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়ার ছেলে বাদশা মিয়ার সঙ্গে প্রতিবেশী হাতেম শেখর পরিবারের জমি আদালতে মামলা রয়েছে।বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে হাতেম শেখের ছেলে ডালিম শেখ লোকজন নিয়ে জমি চাষ করতে গেলে বাদশা মিয়া বাধা দেয় । বাধা না শুনলে বাদশা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমি চাষ করতে নিষেধ করে। পুলিশ চলে যাওয়ার পর বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা বাদশা মিয়াকে মারধর করে করে। বিকেলে বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ নিহতের লাশের ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের আটকের জন্য তৎপর রয়েছে।। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।