সামচুন নাহার রঞ্জর ইন্তেকাল

মো. কামাল হোসেন।
বীর মুক্তিযোদ্ধা ও সরকারী গৌরনদী কলেজের সাবেক ভিপি মো.আজিজ প্যাদার সহধর্মিনী সামচুন নাহার রঞ্জু মঙলবার রাতে উপজেলা সদরের চরগাধাতলী গ্রামে ছেলের বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ৬ পুত্র রেখে গেছেন। বুধবার বাধ জোহর জানাজা শেষে দিয়াশুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র মো. হারিছ‚র রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।