প্রকৌশলী শওকত হোসেন মুকুলের ইন্তেকালে আবুল হাসনাত আবদুল্লাহর শোক

 

 

আবদুল্লাহ আল নোমান।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইদ্রিস মিয়ার বড় পুত্র এবং গৌরনদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মো. হারিছুর রহমান এর বড় ভাই, প্রকৌশলী মো. শওকত হোসেন মুকুল (৭৪) রবিবার সকালে ঢাকার ইবনে সিনা হাসপাপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃতুকালে তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন।

ওই দিন রাত নয়টায়উ পজেলার দিয়াশুর গ্রামে মরহুমের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া গৌরনদী প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সাস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ।