গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, গৌরনদী।
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।
সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সড়োয়ার আলম বিপ্লবকে আহ্বায়ক ও জহির সাজ্জাত হান্নান শরীফকে সদস্য সচিব করে গৌরনদী উপজেলা বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে বদিউজ্জামান মিন্টুকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।
একই দিনে সাবেক কাউন্সিলর মো. জাকির শরীফকে আহবায়ক ও মো. ফরিদ মিয়াকে সদস্য সচিব করে ৫২ সদস্য বিশিষ্ট গৌরনদী পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে উপজেলা ও পৌরসভার সকল ইউনিয়ন কমিটি সমূহ পূর্নগঠন কার্যক্রম সমাপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।