বিপিএল মেহেদী রানা জেতালেন বরিশালকে

রিপোর্ট-আনন্দ ইসলাম জিহাদ।
বিপিএলের ম্যাচই কিন্তু তাতে দেশের মাটিতে আফগানিস্তান সিরিজ সামনে রেখে সতর্কবার্তা থাকল বাংলাদেশ দলের জন্যও।
যেটি দিলেন এবারের আসরে প্রথম খেলতে নামা রহস্য স্পিনার মুজিব-উর রহমান। ফরচুন বরিশালের এই আফগান ক্রিকেটার রান তাড়ার শুরুতেই খুলনা টাইগার্সকে জোর ধাক্কা দিলেন। সেই ধাক্কা প্রতিপক্ষকে এমনই নড়বড়ে করে দিল যে ম্যাচের পর খুলনা অধিনায়ক মুশফিকুর রহিমের সরল স্বীকারোক্তি, ‘মুজিবকে কিভাবে সামলাব, সেটিই আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না।
আমরা অবশ্য জানতাম যে সে হুমকি হয়ে উঠতে পারে। ’
মুজিব, তেমনি তাঁর মতোই এই আসরে প্রথম খেলতে নামা বরিশালের পেসার মেহেদী হাসান রানাও। নিজের প্রথম তিন ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে মুজিব কাঁপিয়ে দেওয়ার পরও মুশফিকের ব্যাটে জয়ের আশা ছিল খুলনার। কিন্তু শেষের দিকে তাঁকেসহ এক ওভারে ৩ উইকেট তুলে নেওয়া ধ্বংসযজ্ঞে বাঁহাতি পেসার রানা অল্প পুঁজি নিয়েও নিশ্চিত করেন বরিশালের ১৭ রানের জয়। চার ম্যাচে এটি সাকিব আল হাসানের দলের দ্বিতীয় জয়। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় হার খুলনার।
আগের দুই ম্যাচে ৫ নম্বরে ব্যাটিং করা ক্রিস গেইলকে এবার ওপেনিংয়ে ফেরায় বরিশাল। তাঁর সঙ্গে চমক হয়ে আসে মূলত চায়নাম্যান বোলার জেইক লিনটটের ওপেনিংয়ে নেমে যাওয়াও। প্রথম ওভারেই কামরুল ইসলামকে টানা তিন বলে বাউন্ডারি হাঁকানো গেইল বড় কিছুর ইঙ্গিতও দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত বড় কিছু করার আগেই এই ক্যারিবীয়কে (৩৪ বলে ২ ছক্কা ও ৬ চারে ৪৫) থামান শ্রীলঙ্কান লেগস্পিনার সেকুগে প্রসন্ন। ব্যাটিংয়ে আরেকটি বাজে ম্যাচ যায় সাকিবেরও (৯)। থিসারা পেরেরা (২/১৮), ফরহাদ রেজা (২/১৮) এবং কামরুলরা (২/৩০) বরিশালের অন্যদের বিধ্বংসী হয়ে ওঠায়ও বাদ সাধেন।
তাই মাত্র ১৪১ রানের পুঁজি বরিশালের। সেটিও অনেক বড় হয়ে যায় রান তাড়ায় খুলনার প্রথম ওভারেই। আগের ম্যাচেই তাদের জয়ের নায়ক আন্দ্রে ফ্লেচারকে (৪) বিদায় করার পরের বলেই সৌম্য সরকারকেও (০) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মুজিব। শুরুর চাপ পরে আরো বাড়লেও হাল ধরেন মুশফিক। সঙ্গী হন ইয়াসির আলীও। ৪৬ রানের জুটিতে তাঁরা জয়ের স্বপ্নও দেখাতে থাকেন। কিন্তু ইয়াসিরকে (২৩) বোল্ড করে জুটি ভাঙা মেহেদী রানা সেরাটা জমিয়ে রাখেন শেষের জন্য। ১৯তম ওভারে ফরহাদ ও শরীফউল্লাহর পর তুলে নেন মুশফিককেও (৩৬ বলে ৪০)। এর আগের বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নজর কাড়া বাঁহাতি পেসার এবার প্রথম ম্যাচেই নিলেন ১৭ রানে ৪ উইকেট।
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হওয়ার আগে খুলনার ইনিংসে হানলেন শেষ আঘাত। এর শুরুটা মুজিবকে দিয়েই!
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৪১/৯ (গেইল ৪৫, তৌহিদ ২৩, নাজমুল শান্ত ১৯, জিয়াউর ১০; থিসারা ২/১৮, ফরহাদ ২/১৮, কামরুল ২/৩০, মেহেদী ১/১৮, সাইফুল্লাহ ১/২৭, সেকুগে ১/২৮)।
খুলনা টাইগার্স : ১৯ ওভারে ১২৪ (মুশফিক ৪০, ইয়াসির ২৩, থিসারা ১৯, মেহেদী ১৭, রনি ১৪; মেহেদী রানা ৪/১৭, লিনটট ২/১৯, মুজিব ২/২২, সাকিব ১/২৪, শফিকুল ১/৩০)।
ফল : বরিশাল ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা : মেহেদী হাসান রানা (বরিশাল)।