বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিম

5
(471)

## বাংলাদেশের বিখ্যাত বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিম

 

 

জন্ম ও পরিবার:

* জন্ম: ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে।
* পিতা: ইব্রাহিম আলী
* মাতা: নাইওরজান বিবি
* স্ত্রী: আবতাবুন্নেছা
* সন্তান: শাহ নূর জালাল, আব্দুল করিম রিপন, মোঃ আব্দুল হাই, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুল বারী, মোঃ আব্দুল মজিদ, মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল গফুর, মোঃ আব্দুল মালেক, ও মোছাঃ রহিমা বেগম

শিক্ষা ও সাধনা:

* শিক্ষা:
* ৮ বছর বয়সে ৫ টাকায় মক্তবে ভর্তি
* মক্তবে মাত্র ৮ দিন পড়াশোনা করেন
* স্বশিক্ষিত

* সাধনা:
* ছেলেবেলা থেকেই গান গাওয়ার প্রতি আগ্রহী ছিলেন
* লালন শাহ, পাঞ্জু শাহ, এবং দুদ্দু শাহ এর গান শুনে অনুপ্রাণিত হন
* নেত্রকোণার রশীদ উদ্দিনের কাছে বাউল গানের দীক্ষা লাভ করেন
* দক্ষিণ সুনামগঞ্জের ইব্রাহিম মস্তানকে মুরশিদ হিসেবে গ্রহণ করেন

কর্মজীবন:

* গান:
* ৫০০ টিরও বেশি বাউল গান রচনা ও পরিবেশন করেছেন
* তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে “আমার বাউল গান”, “মন যে পাখি”, “আমি ও আমার প্রাণ”, “চাঁদের গায়ে সূর্যের আলো”, “চোখের জল”, “ওরে মন পাখি”, “হে রে মন”, “তুমি কি বলে”, “আমি ও আমার গান”, “এই মন পাখি”, “আমার গানের বীজ”, “ওরে মন পাখি”, “হৃদয়ের কথা”, “সাধু তুমি”, “আমি কাঙাল”, “মন মাঝি”, “ওরে নীল আকাশ”, “আমি কি ভুলি”, “ওরে মন পাখি”, “চাঁদের গায়ে সূর্যের আলো”, “ওরে মন পাখি”, “চোখের জল”, “ওরে মন পাখি”, “হে রে মন”, “তুমি কি বলে”, “আমি ও আমার গান”, “এই মন পাখি”, “আমার গানের বীজ”, “ওরে মন পাখি”, “হৃদয়ের কথা”, “সাধু তুমি”, “আমি কাঙাল”, “মন মাঝি”, “ওরে নীল আকাশ”, “আমি কি ভুলি”, “ওরে মন পাখি”, “চাঁদের গায়ে সূর্যের আলো”, “ওরে মন পাখি”, “চোখের জল”, “ওরে মন পাখি”, “হে রে মন”, “তুমি কি বলে”, “আমি ও আমার গান”, “এই মন পাখি”, “আমার গানের বীজ”, “ওরে মন পাখি”, “হৃদয়ের কথা”, “সাধু তুমি”, “আমি কাঙাল”, “মন মাঝি”, “ওরে নীল আকাশ”, “আমি কি ভুলি”, “ওরে মন পাখি”, “চাঁদের গায়ে সূর্যের আলো”, “ওরে মন পাখি”, “চোখের জল”, “ওরে মন পাখি”, “হে রে মন”, “তুমি কি বলে”, “আমি ও আমার গান”, “এই মন পাখি”, “আমার গানের বীজ”, “ওরে মন পাখি”, “হৃদয়ের কথা”, “সাধু তুমি”, “আমি কাঙাল”, “মন মাঝি”, “ওরে নীল আকাশ”, “আমি কি ভুলি”
* অন্যান্য:
* বাউল গান ছাড়াও কবিতা, নাটক, এবং উপন্যাস লেখার কাজও করেছেন
* বাংলাদেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছেন
* ভারত, পাকিস্তান, এবং লন্ডনেও গান পরিবেশন করেছেন
* বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন

পুরস্কার ও সম্মাননা:

* ১৯৭৬: বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রদান
* ১৯৮১: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক শিল্পকলা পদক প্রদান
* ১৯৮২: বাংলাদেশ একাডেমী কর্তৃক সাহিত্য পুরস্কার প্রদান
* ১৯৯১: বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পুরস্কার প্রদান
* ১৯৯৭: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক ফেলোশিপ প্রদান

মৃত্যু ১২ সেপ্টেম্বর ২০০৯ (বয়স ৯৩)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 471

No votes so far! Be the first to rate this post.