গৌরনদীতে টিকা নেওয়া হল না দুই স্কুল ছাত্রর সড়কে ঝড়ল প্রান

নিহত রেদোয়ান ফকির ও অন্তর বেপারী
মো.শাহাদাত হোসেন,বিশেষ প্রতিনিধি।
বরিশালের গৌরনদীতে করোনার টিকা নিতে যাওয়ার পথে বুধবার যাত্রীবাহী বাসের চাঁপায় মোঃ অন্তর বেপারী (১৫) ও মোঃ রেদোয়ান ফকির (১৫) নামের মোটরসাইকেল আরোহী দশম শ্রেনীর দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোঃ কাইয়ুম হোসেন ঘরামী (১৫) নামের অপর ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।
পুলিশ ও নিহতদের পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর তিন ছাত্র মোঃ অন্তর বেপারী (১৫) মোঃ রেদোয়ান ফকির (১৫) ও কাইয়ুম হোসেন ঘরামী (১৫) মিলে করোনা ভ্যাকসিন নেয়ার জন্য বুধবার মোটরসাইকেল যোগে উপজেলার বার্থী বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে পটুয়াখালী থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা চট্রমেট্রো ব ১১-১২৫১ নম্বরের বলেশ্বর পরিবহন নামের বে-পরোয়াগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলসহ তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুল ছাত্র অন্তর মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর দুই ছাত্রকে প্রথমে বরিশাল শেরেই বায়লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অবস্থার অবনতি তাদেরকে সড়ক পথে ঢাকা নিয়ে যাওয়ার সময় রেদোয়ান ফকির মারা যায়। নিহত স্কুল ছাত্র অন্তর বেপারি বার্থী গ্রামের মালেক বেপারির পুত্র এবং রেদিায়ান ফকির একই গ্রামের জালাল ফকিরের পুত্র। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরনদী হাই ওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন পিপিএম জানান, বলেশ^র পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে তবে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হবে।