আগৈলঝাড়ায় ছাত্রীদের ফুটবল খেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ছাত্রীদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় একদিনের প্রীতি ফুটবল খেলা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীদের ১-০ গোলে পরাজিত করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘটক, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম লিটন, শিক্ষক মালারানী শিকদার, শংকর ব্যানার্জীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। খেলা পরিচালনা করেন ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ কর্মকার।