সময়ে সবজি চাষে ফলন বেশি

স্টাফ রিপোর্টার
সঠিক মরশুমে সঠিক সবজি চাষেই চাষিরা যথেষ্ট লাভবান হতে পারেন। ভুল সিদ্ধান্ত এবং ভুল পরিচর্যার কারণে অনেক সময় সবজি চাষ মার খায়। এ কারণে যেকোনও চাষের আগে কৃষি দপ্তরের পরামর্শ নিলে চাষিরা লাভবান হতে পারেন। সবজি চাষের জন্য চলতি মরশুমই বীজ বপনের উপযুক্ত সময়। বাঁধাকপি, ফুলকপি, টম্যাটো ইত্যাদি সবজির বীজ বপনের জন্য যাঁরা তৈরি তাঁরা পরামর্শ মেনে বীজ বপন করলে অবশ্যই সুফল পাবেন। বীজ বপনের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে। সঠিক জাতের ভালো মানের বীজ ব্যবহার করা বাঞ্ছনীয়। ১০×৩ ফুট মাপের বীজতলায় জলনিকাশি নালা তৈরি করে তাতে জৈব সারা ২ ভাঁড়, সুপার ফসফেট ৫০০ গ্রাম, মি. পটাশ ১০০ গ্রাম, কার্বফুরান-৩জি ১০০ গ্রাম এবং ক্লোরপাইরিফস-২৫ মিলিলিটার দিয়ে মাটি ভালোভাবে ঝুর ঝুরে করে নিয়ে তারপর তাতে বীজ ফেলতে হবে। বীজ বপনের পর প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে কার্বেনডাজিম জাতীয় ওষুধ হালকাভাবে স্প্রে করতে হবে। প্রতিবিঘা বাঁধাকুপি ও ফুলকপি চাষের জন্য ৪০ গ্রাম বীজ ফেলে চারা তৈরি করতে হবে। এই সময়টাতে প্রচণ্ড রোদ থাকে আবার হঠাৎ করেই বৃষ্টি হয়। সেজন্য অতিরিক্ত বৃষ্টি ও রোদের হাত থেকে বীজকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।