স্বরূপকাঠিতে চেতনা পরিষদের উদ্যোগে বিজয় উৎসব ও সংবর্ধনা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চেতনা পরিষদের উদ্যোগে বিজয় উৎসব ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. বিশ^জিৎ ঘোষ। শুরুতে বিকেল ৪ টা ৩০ মিনিটে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। চেতনা পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি প্রভাষক মো.জাহিদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ভিডিপি’র সভাপতি একেএম মিজানুর রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, অর্থ মন্ত্রনালয়ের সহকারি সচিব সামীম আহসান, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. বিশ^জিত ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন ও মুক্তিযোদ্ধা হাফেজ মো. মাহবুবুর রহমানকে গুনিজন সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ গান ও নৃত্য পরিবেশিত হয়। সবশেষে শিল্পিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।