গৌরনদীত বিভিন্ন আয়োজনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

0
(0)

এ,এস,মামুন,গৌরনদী।।

বরিশাল জেলার গৌরনদীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপনে গৌরনদী উপজেলা চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চারাগাছ বিতরণ, ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পৌরসভা, গৌরনদী মডেল থানা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাষিতজনগোষ্টি ও বেকার প্রশিক্ষিত যুবকদের মধ্যে বনজ,ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও ভার্চুয়ালি আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিপিনচন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচীময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী’র পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এইচ,এম, জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বাটোজোড় ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাং সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভিন্ন মসজিদ সমুহে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাা অনুষ্ঠিত হয়।।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.