গৌরনদীর বার্থী কালী মন্দিরে বার্ষিক কালী পূজা স্থগিত

0
(0)

রিপোর্টার গৌরনদী ,
চার’শ বছরের পুরানো বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালী তাঁরা মন্দিরে আগামী ২১ মার্চের (শনিবার) দিনভর বার্ষিক কালী পূজা স্থগিত করা হয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে আজ বৃহস্পতিবার সন্ধায় মন্দির ট্রাস্ট্রি বোর্ডের জরুরী সভায় বার্ষিক কালী পূজা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুজা উৎযাপন কমিটির সভাপতি প্রদিপ কুমার দত্তর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়। চারশ’ বছরের পুরনো দেশের একমাত্র ঐতিহ্যবাহী ও গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে দৃষ্টিনন্দন বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে প্রতি বছরের ন্যায় দিবারাতভর বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা আগামী শনিবার (২১ মার্চ) নিধারিত দিন ধার্য্য ছিল। এ বছর পূজায় সকালে চন্ডীপাঠ, দুপুর তিনটায় বলিদান, সন্ধ্যা ছয়টায় মায়ের সামনে আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত এগারোটায় বিশ্ব শান্তি কল্পে প্রার্থনা, রাত বারোটায় শিবাভোগ ও রাত তিনটায় প্রসাদ বিতরণ করার কথা ছিলো। প্রতিবছরের ন্যায় পূজার দিন হাজার হাজার মন্দিরভক্ত পূজা উপভোগ করতে আসতেন। করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় এ বছর ট্রাষ্ট্রি বোর্ডের অনুষ্ঠিত জরুরী সভার আগামী শনিবারের বাৎসরিক কালী পূজা সাময়িক স্থগিত করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.