সেন্টার ফর এথিক্স এডুকেশন এর সৌজন্যে আহ্ছানিয়া মিশন কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিক শিক্ষা ক্লাস

0
(0)

 

স্টাফ রিপোর্টারঃ মানুষ জন্মায় পরিবারে কিন্তু সে বড় হয় সমাজে। আসলে বড় হয় বলতে যা বলতে চাইছি তা হলো মানুষ হয়ে উঠতে প্রয়োজন হয় গোটা একটা সমাজের। সেই সমাজ যদি ডুবে থাকে অনৈতকা আর হিংসায় তাহলে সমাজে মানব শিশু জন্মাবে ‍ঠিকই কিন্তু সেই সব শিশু মানুষ না হয়ে অমানুষ হয়ে বেড়ে উঠবে।

আদতে বাংলাদেশের সমাজে এখন একজন নৈতিক ও মানবিক মানুষের অভাই বলে দিচ্ছে মানুষ তৈরির কারখানা আজ নষ্ট হয়ে গেছে। সেখান থেকে মানবিক মানুষ তৈরি বা বেড়ে উঠার সুযোগ দিনকে দিন কমছে।

আমরা সেন্টার ফর এথিক্স এডুকেশন চেষ্টা করছি আজকের তরুণদের মাধ্যমে সমাজে নৈতিক ও মানবিক মানুষের সংখ্যা বৃদ্ধি করার। আহ্ছানিয়া মিশন কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিক শিক্ষা  দিনলিপি প্রদান আয়োজনের কয়েকটি ছবি এগুলো।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.