ঝালকাঠির সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব হামিদুল হক নেছারাবাদ দরবারে

২১ জুন সন্ধ্যায় ঝালকাঠির সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব হামিদুল হক নেছারাবাদ দরবারে আসেন। আমীরুল মুছলিহীন মুহতারম নেছারাবাদী হুজুরের পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান ঝালকাঠি এন এস কামিল মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওঃ গাজী শহিদুল হক, নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠির প্রশাসনিক কর্মকর্তা মাওঃ মাহবুবুর রহমান ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাওঃ ফোরকান আহমেদ। তথ্য ও ছবি নেছারাবাদ দদরবার//