সরকারের সমন্বিত উন্নয়নে উপজেলার বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নে অতিরিক্ত সচিবসহ দাতা দেশের কর্মকর্তাদের মতবিনিময় সভা

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধি
সরকারের সমন্বিত উন্নয়নের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিয় সভা করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আমিনুল ইসলাম খান।
শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আমিনুল ইসলাম খান।
উপজেলা পর্যায় সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নে কর্ম কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচসা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআইসিডিপি প্রকল্পের সিনিয়র লোকাল গভর্ন্যান্স এক্সপার্ট অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আকরাম হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুর রৌফ, আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, গেীরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিণ, জাপান সরকারের প্রতিনিধি ও ইউসিডিপি পরামর্শক দলের টিম লিডার মি. ইকেদা কেনজো, ইউসিডিপি পরামর্শক দলের ডেপুটি টিম লিডার মো.আজিজুর রহমান সিদ্দিকী, ইউসিডিপি পরামর্শক দলের ম্যানেজমেন্ট এক্সপার্ট জাপানের জুন ইয়ামাদা।
মত বিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে সরকারের উন্নয়ন কাজ তরান্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নে কর্মকৌশল নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, উপজেলা প্রকৌশলী রাজ কুমান গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা সুব্রত গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও ঘটক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার। পরে কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.