মঠবাড়িয়ায় প্রাথমিকে ১০৫ টি স্কুলে‘স্টুডেন্টস কাউন্সিল’নির্বাচন

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোট দেয়। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রি-সাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সবধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকরা। মঠবাড়িয়া ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্রী তাইয়েবা আক্তার জানান, এ স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন শেষে ভোট গণনা করে নেতৃত্ব নির্বাচিত করা হয়। জানা যায়, উপজেলার ১০৫টি স্কুলে বুধবার একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কিরন চন্দ্র রায় জানান, প্রাথমিক স্কুল থেকে শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা, শিক্ষকদের সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকা-ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতসহ নানা বিষয়ে সম্পৃক্ত করতে এ নির্বাচন। প্রত্যেক স্কুলের ৩য় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে অংশ নিয়েছে। অধিদফতরের নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব স্ব স্ব স্কুলের শিক্ষার্থীরাই পালন করেছে। প্রাথমিক স্তর থেকে গণতন্ত্রের চর্চা সম্পর্কে অবহিত করতে এ নির্বাচন ফলপ্রসূ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.