মঠবাড়িয়ায় কেএম লতীফ ইনস্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন

SONY DSC

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর থেকে ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ¬মঙ্গলবার সকাল ১১টায় স্কুল সম্মূখ থেকে তুষখালী সড়কের যানচলাচল বন্ধ রেখে প্রায় দু’কিলোমিটার জুড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই সহ¯্রাধীক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। শেষে শহীদ মিনার সম্মুখ সড়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, সদস্য সালাহ উদ্দিন ফারুক, প্রাক্তন সদস্য হারুন অর রসিদ, শিক্ষক মনিরুজ্জামান খান, জায়েদা ইসলাম, প্রেসক্লাব সভাপতি সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আ’লীগ নেতা ফজলুল হক মনি, শাকিল আহমেদ নওরোজ, যুবলীগ নেতা জুলহাস শাহীন, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সিফাত, শিক্ষার্থী সাদিয়া হক ইফতি, মাশরুখ আল ওয়াসি প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসক, পিরোজপুর-০৩ মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শেষে কে এম লতীফ ইনস্টিটিউশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয়করণের সকল শর্ত পূরণ হলেও রহস্যজনক কারণে বিদ্যালয়টি জাতীয়করণ হচ্ছেনা। অনতিবিলম্বে বিদ্যালয়টি জাতীয়করণ করা না হলে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.