নিরাপদ সড়কের দাবিতে কমলগঞ্জে শিক্ষার্থীদের অবরোধ ও মানববন্ধন

কমলগঞ্জ সংবাদদাতা//
ঢাকায় বাসের চাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশব্যাপী ছাত্রদের আন্দোলনের মুখে বিভিন্ন স্থানে যানবাহন বন্ধের ধারাবাহিকতায় শনিবার(৪ আগস্ট) সকাল থেকে চালকরা কমলগঞ্জ ও শমশেরনগর থেকে জেলা সদরসহ গুরুত্বপূর্ণ শহরের সাথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখেন। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। নিরাপদ ও যানজট মুক্ত সড়কের দাবি জানিয়ে দুপুরে ছাত্ররা শমশেরনগর চৌমুহনায় মানববন্ধন ও অবরোধ করে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পরিবহন শ্রমিকরা কমলগঞ্জ ও শমশেরনগর থেকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া সহ অন্যান্য কোন শহরে যানবাহন ছেড়ে যাননি। সউদ্যোগে বাস, সিএনজি-অটোরিক্সা বন্ধ হয়ে পড়ায় যাত্রী সাধারণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। দূর-দুরান্ত থেকে আসা অনেক ছাত্রছাত্রী স্কুল ও কলেজে এসে উপস্থিত হতে পারেনি। সুজা কলেজে অনুষ্ঠিত পরীক্ষায়ও কয়েকজন শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

যানবাহন শ্রমিকরা শমশেরনগর বাজারে প্রবেশ মুখে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা শুরু করে। নিরাপদ ও যানজট মুক্ত সড়কের দাবিতে দুপুরে শমশেরনগর চৌমুহনায় সুজা মেমোরিয়াল কলেজ ও বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা দুই ঘন্টা সময়ব্যাপী মানববন্ধন, সড়ক অবরোধ করে ও কয়েকটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। এসময়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ছাত্ররা কিছুটা সময় তাদের দাবি দাওয়া নিয়ে মানববন্ধন করে চলে যায়। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সকল প্রকার হট্টগোল থেকে নিয়ন্ত্রণে আমরা তৎপর ছিলাম।