লিমন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল।
কোরান খতম, দোয়া মোনাজাত, আলেম এতিমদের ইফতার মাহফিলের মধ্য দিয়ে আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পাীরত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার জোহরবাদ মরহুমের কালুপাড়া গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি হেমায়ের উদ্দিন সরদার, যুগ্ন-সম্পাদক জসীম উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শকুল, বজলুল হক মন্টু, তারক চন্দ্র দে, উজ্জল লাহেড়ী, শহিদুল ইসলাম পাইক, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মাদ গাজী, সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আবদুল্লাহ লিটন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক ও ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত প্রমুখ। কবর জিয়ারত শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ। সন্ধ্যায় দলীয় আলৈম ও এতিমদের জন্য গৈলা ইউনিয়ন পরিষদে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এইভাবে বিভাগীয় বেবী হোম গৈলায় আশ্রিত এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।