গৌরনদী মাহিলারা সরকার মঠ

0
(0)

সবুজ বাংলা ডেস্ক//মাহিলারা মঠটি বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন মাহিলারা গ্রামে অবস্থিত। মঠটি নবাব অলীবর্দি খানের (১৭৪০-১৭৫৬) শাসনামলে সরকার রূপ রাম দাশ গুপ্ত নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক নির্মিত হয়েছিল বলে জানা যায়। এটি সরকার মঠ নামেও পরিচিত। মঠটি নিঃসন্দেহে শিখর মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন। এ সুউচ্চ মঠটির সাথে ইটালির লিসা টাওয়ারের মিল রয়েছে। নির্মাণ শৈলীর কারণে এটি কিঞ্চিত হেলে আছে বলে মনে হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.