ট্রাম্প ইরাকে সেনা রাখার অনুমতি চায়নি-বারহাম সালিহ

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//ইরানের ওপর নজদারির জন্য ইরাকে সেনা রাখার অনুমতি চায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী বারহাম সালিহ। ইরানের ওপর নজরদারি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকে সেনা ঘাঁটি রাখতে চায়। সোমবার মার্কিন গণমাধ্যমে সাক্ষাতকারে ট্রাম্পের কথার প্রতিক্রিয়ায় জানান সালিহ।
একটি বৈঠকে অংশ নিয়ে সালিহ বলেন, দুই দেশের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের একটি নির্দিষ্ট মিশন নিয়ে মার্কিন সেনারা ইরাকে রয়েছে। আপনাদের নিজেদের ব্যাপার নিয়ে ইরাককে বেশি জালাবেন না। যুক্তরাষ্ট্র একটি প্রধান শক্তি কিন্তু আপনাদের নিজস্ব নীতি দিয়ে প্রভাবিত করবেন না। আমরা এখানে বাস করি।
গত রোববার মার্কিন গণমাধ্যমে সিবিএস’র একটি সাক্ষাতকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন সিরিয়া থেকে কিছু সেনা নিয়ে ইরাকের সেনা ঘাঁটিতে যুক্ত করা হবে যাতে তারা মধ্যপ্রাচ্যের ওপর নজর রাখতে পারে বিশেষ করে