টেক্সাস সৈকতের অদ্ভুত জীবটি দাঁতাল সর্প-ইল’

 নিউজডেস্ক//

হ্যারিকেন হার্ভির পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সৈকতে ভেসে আসা অদ্ভুত সামুদ্রিক জীবটির পরিচয় শেষপর্যন্ত সনাক্ত হয়েছে। টেক্সাস সিটি সৈকতে জীবটিকে প্রথমে দেখতে পেয়েছিলেন প্রীতি দেশাই নামে এক নারী।

পরিচয় উদ্ধারে তিনি কয়েকটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে, যা একসময় পৌঁছে যায় জীববিজ্ঞানী ও ইল মাছ বিশেষজ্ঞ ড. কেনেথ টাইগির কাছে। তার বিশ্বাস, অদ্ভুত জীবটি আসলে ‘দাঁতাল সর্প-ইল’।