উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাগরকে পেতে চায় স্বরূপকাঠিবাসী

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥জাতীয় নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন উপজেলা নির্বাচনে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের একমাত্র ছেলে মেহেদী হাসান সাগরকে পেতে চায় এলাকাবাসী। এ লক্ষে সাগরের সমর্থনে এলাকার সর্বস্তরের জনগনের ব্যানারে প্রচারিত ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সাগরও এলাকাবাসীর এ দাবীকে গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়ায় ও বন্দরে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। উপজেলার তরুন সমাজের একটি বৃহৎ অংশ রয়েছে তার এ প্রচারনায়। সাগরের পিতা অধ্যক্ষ মো. শাহ আলম সোহাগদল ইউনিয়নের দুই বার চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান, একবার পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও সর্বশেষ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে সততা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সোহাগদল ইউনিয়নের বাসিন্দা মো. হালিম জোমদ্দার জানান, অধ্যক্ষ শাহ আলম আমাদের এ উপজেলাবাসীর প্রানের মানুষ সুখে, দুঃখে, বিপদে আপদে আমরা সর্বক্ষন তাকে পাশে পাই। তার একমাত্র ছেলেকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে আমরাও মনে শান্তি পাব। পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে পিতার মত নিজেকে জনগনের সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মেহেদী হাসান সাগর বলেন, আমার পিতা একজন মানুষ গড়ার কারিগর সে সর্বদা মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রেখেছেন। আমিও তার মত নিজেকে মানুষের সেবক হিসেবে তৈরি করতে চাই। আমি নির্বাচিত হতে পারলে স্বরূপকাঠিকে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমুক্ত করে আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষে সর্বদা কাজ করব।