মঠবাড়িয়ায় সুন্দর বনের হরিণ উদ্ধার বনবিভাগের কাছে হস্তান্তর

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার দক্ষিন বেতমোর গ্রাম থেকে সুন্দর বনের একটি চিত্রা হরিণ উদ্ধারের করে। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মমিন হাওলাদার এর বাড়ির সামনে হরিণটি দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে সকাল এগারটার দিকে স্থানীয়দের সহোযোগীতায় ওই হরিণটিকে উদ্বার করে পুলিশ। পরে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়। মঠবাড়িয়া থানার ওসি মো.শওকত আনোয়ার জানায়, থানা পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহোযোগীতায় হরিণটিকে উদ্বার করা হয়েছে। পরে শরনখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান ওই হরিণটি কি ভাবে এসেছে এ ব্যাপারে নিশ্চিত নয় তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। বগী স্টেশন কর্মকতা মিজানুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে মঠবাড়িয়া থানায় গেলে ওই হরিণটি আমাদের কাছে হস্তান্তর করে। এব্যপারে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সুন্দর বনে অবমুক্ত করা হবে।