আগৈলঝাড়ায় মেশিন থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//বরিশালের আগৈলঝাড়ায় ইরি ব্লকের সেচ পাম্পের মেশিন থেকে হঠাৎ বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস।খবর পেয়ে উপজেলা র্নিবাহী র্কমর্কতা বিপুল চন্দ্র দাস ঘটনা স্থল পরির্দশন করে বাপেক্স ও পেট্রো বাংলাকে পরীক্ষা নিরীক্ষা ও গ্যাস অনুসন্ধারে চিঠি দিয়েছেন। আজ ৩১ জানুয়ারি সকালে ঘটনাস্থল পরর্দিশন করে দেখা যায়,উপজেলার বরই তলা গ্রামের ইদ্রিস সরদারে বাড়ির পশ্চিম পার্শ্বে ইরি ব্লকে পানি সেচ দেয়ার জন্য স্যালো মেশিন স্থাপন করেন স্থানীয় ব্লক ম্যানেজার বাবুল সরদারসহ আরো তিন জন মিলে। ১২০ ফুট গভীরে খননের পর সেচ পাম্পে পানি তোলার জন্য মেশিন স্টার্ট শুরু করলে সেখান থেকে পানির সাথে র্দূগন্ধ বের হয়। পর্যাপ্ত পরিমান পানি বের না হওয়ায় এবং র্দূগন্ধ বের হওয়ায় তাদের সন্দেহ হয়। এক পর্যায় সেচ পাম্পের পানির সাথে আগুন ধরে যায় এবং স্থানীয় লোকজন তখন নিশ্চিত হয় গ্যাসের ব্যাপারে। পানির সাথে গ্যাস উঠার খবর শুনে লোকজনের ভীড় জমতে শুরু করে খবর পেয়ে উপজেলা র্নিবাহী র্কমর্কতা বিপুল চন্দ্র দাস ঘটনা স্থল পরির্দশন করেন। সেচ পাম্প থেকে গ্যাস উদগীরনের ঘটনা প্রত্যক্ষ করে উপজেলা র্নিবাহী র্কমর্কতা বিপুল চন্দ্র দাস বলেন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধানের করার জন্য আজ বৃহস্পতিবারই বাপেক্স ও পেট্রো বাংলাকে চিঠি প্রেরন করা হয়েছে। তারা শীঘ্রই ঘটনাস্থল পরির্দশন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।