সবুজ বাংলা অনলাইন ডেস্ক//চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজ বধুবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার ও এফডিসিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। গত মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান প্রবীণ এই সংগীত পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একধারে একজন সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। সত্তর দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে কিশোর আহমেদ ইমতিয়াজ মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।