স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের স্বরূপকাঠিতে ১ম বঙ্গবন্ধু কাপ উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যাপক মঞ্জুরুল আলম, অধ্যাপক মো. আসাদুজ্জামান, টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য জুয়েল, সৈকত ও রাজু খান প্রমুখ। টুর্ণামেন্ট ১৬ টি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় বরিশাল ০১ দল লুমান ওয়ারীয়ার্স ০১ দলকে ৪১-৩৭ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন নান্না মিয়া।