গৌরনদীর হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে ওইদিন সন্ধ্যায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সরকারের ত্রান ও পূর্নবার্সন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ এর সভাপতিত্বে শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, হোসনাবাদ নিজামউদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার শিকদার, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন আকন, সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ কাররুল ইসলাম দিলিপ, উপজেলা আওয়ামীলীগ নেতা মকবুল সরকার।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ সায়েদুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন আকন, মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।