চীনা তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম সরকারি নিপীড়নের পরেও

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//চীনে ইসলাম ধর্ম পালনে সরকারিভাবে বাধা দেয়ার ও মুসলিমদের নির্যাতনের অভিযোগ নিয়মিত উঠছে। দেশটির জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদেরকে ক্যাম্পে আটকে নির্যাতন করা হচ্ছে।
এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।
মুসলিমদের ধর্ম পালনে এমন বাধার প্রেক্ষিতে ইউরোপের অন্যতম মুসলিম প্রধান দেশ তুরস্ক সরকারের পক্ষ থেকে বারবার চীনের নিন্দা করায় দুই দেশের সম্পর্কের অনেকবারই অবনতি ঘটেছে।
সরকার যখন ইসলামের বিরুদ্ধে এমনই আগ্রাসন চালাচ্ছে তখন চীনেরই একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের জরিপ দুঃসংবাদই নিয়ে এসেছে দেশটির কম্যুনিস্ট শাসকদের জন্য।
জরিপের তথ্য অনুযায়ী, চীনের তরুণদের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। ৩০ বছরের নিচে তরুণদের ২২ শতাংশের মত ইসলাম ধর্ম পালন করেন।
বেইজিং রেনমিন বিশ্ববিদ্যালয় ‘চীনের ধর্মীয় জরিপ’ নামে এই জরিপ পরিচালনা করে।
বর্তমানে যে হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে তাতে বর্তমানের আড়াই কোটি থেকে বেড়ে ২০৩০ সালে ৩ কোটি ছাড়িয়ে যাবে বলে জরিপে বলা হচ্ছে।