স্বরূপকাঠিতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের স্বরূপকাঠিতে গাছ চাপায় মো. ফারুক হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার দক্ষিন বালিহারি এলাকায় সকাল সাড়ে এগারোটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন ফারুক অন্য শ্রমিকদের সাথে কাটাগাছ ট্রলারে উঠানোর সময় গাছের নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত ফারুক দক্ষিন বালিহারি গ্রামের মো. সোহারব আলীর ছেলে।