কমলগঞ্জে আগুনে বসতঘর ভস্মিভুত

কমলগঞ্জ প্রতিনিধি//মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর গ্রামে আগুনে পুড়ে একটি বসতঘর ভস্মিভুত হয়। রবিবার( ১৩ জানুয়ারী) সকাল ৬টায় ঘটনাটি ঘটে। ধারনা করা হচ্ছে রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
জানা যায়, পৌরসভার আলেপুর গ্রামের সোহেব মিয়ার আধাপাকা বসতঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস পৌছানোর আগেই পুরো বসতঘরটি পুড়ে ভস্মিভুত হয়ে যায়। আগুনে ঘরে রক্ষিত সম্পুর্ণ মালামাল পুড়ে যায়। প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোহেব আহমেদ জানান।