স্বরূপকাঠিতে আওয়ামীলীগের কর্মি সভা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম। বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোহাব্বত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষে কমিটি গঠন সহ নানা বিষয়ের উপর আলোচনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক সাধারন সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ শহিদ উল আহসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এস এম মুইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুস সালাম সিকদার, যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক সুব্রত কুমার ঠাকুর, যুগ্ম আহবায়ক সালাম রেজা, যুগ্ম আহবায়ক শরিফ আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।