উজিরপুরের ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৮৯ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত বরিশালের উজিরপুর উপজেলার ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৮৯ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠান ওইদিন বিকেলে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে গতকাল দিনভর বিদ্যালয় ক্যাম্পাসে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে সকাল ১০টায় পরিাচতি পর্ব, সকাল সাড়ে ১০টায় প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মোঃ জাহাঙ্গীর হোসেনের স্মরন সভা, বেলা ১১টায় ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের আলোচনা সভা, বাদ জুমা প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মোঃ জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া, এরপর মধ্যাহ্ন ভোজ, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওই ব্যাচের শিক্ষার্থী ও চট্রগ্রামের জেলা জজ মোঃ হেমায়েত উদ্দিন, দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, আলী হায়দার সহকারী অধ্যাপক পটুয়াখালী সরকারী কলেজ, হাবিবপুর সৈয়দ আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও ওটরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, দৈনিক সমকালের এ্যাকাউন্টস অফিসার মোঃ জামাল হোসেন প্রমুখ।