বিএনপির পরাজয়ের আরেকটি কারণ মনোনয়ন বাণিজ্য-প্রধানমন্ত্রী

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//মনোনয়ন বাণিজ্য বিএনপির পরাজয়ের আরেকটি কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনে যারা ব্যর্থ হয়, তারা কখনো নির্বাচনে বিজয়ী হতে পারে না। মনোনয়ন বাণিজ্যও তাদের পরাজয়ের আরেকটি কারণ।
আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
অতি অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু প্রশাসনিক অবকাঠামো দাঁড় করিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর দেয়া ভাষণে বঙ্গবন্ধু দিক নির্দেশনা দিয়েছিলেন একটি সদ্য স্বাধীন দেশ কীভাবে চলবে। এছাড়াও বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন।
আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো।
বঙ্গবন্ধুর আত্মত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, মহৎ কিছু অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন হয়। দেশের মানুষের মঙ্গলের জন্য বঙ্গবন্ধুর মহৎ আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধু আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সাহারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।