স্বরূপকাঠিতে কালেরকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও কম্বল বিতরণ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥বহুল প্রচারিত দৈনিক কালেরকন্ঠ পত্রিকার ১০ ম বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে কেককাটা, আলোচনাসভা ও প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে স্বরূপকাঠি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শুভসংঘের উদ্যোগে ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদ। কালেরকন্ঠের স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি মো. হযরত আলী হিরু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, সভাপতি মো.মহিবুল্লাহ
,সহ সভাপতি মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, মো. আলী আজিম বাচ্চু, সহ সম্পাদক প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক এস এম জাকির হোসেন, নারী বিষয়ক সম্পাদীকা পরশমনি, সদস্য সুব্রত হালদার, সেলিম, শ্যামল দত্ত , জাকারিয়া সজিব ও মো. জাহিদ হোসেন প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও মিষ্টি বিতরণ করা হয়।