৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার বেনাপোলে

দেবাশস সাহা দেবা,ক্রাইম রিপোর্টার//বেনাপোল সীমান্তের অভয়বাস গ্রামের একটি মাঠ থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় বিজিবি কোন পাচারকারীকে আটক করা যায়নি।
আজ সোমবার ভোরে বিজিবির একটি টহল দল ফেনসিডিলের বোতলগুলো আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের অভয়বাস গ্রামের মাঠ থেকে ৫৯০ বোতল ফেনিসিডিল আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।