গণফোরাম সংসদে যাচ্ছে বিএনপিকে ছাড়াই

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্ত নিলেও গণফোরাম থেকে বিজয়ী দুজন এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। আজ শনিবার দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, শপথ গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেবে গণফোরাম।
ভোটে বিজয়ী গণফোরামের দুই প্রার্থী হলেন সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর। এর মধ্যে সুলতান মনসুর বিজয়ী হয়েছে ধানের শীষ প্রতীকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব। আমার নিজের ধারণা, সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’
আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি ঠিকই কিন্তু আমাদের প্রার্থীরা বিরোধী দল থেকে জয়লাভ করেছেন। এটা তাদের জন্য অনেক বড় অর্জন। যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছেন এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আমি আবারও বলছি তাদের সংসদ যাওয়ার বিষয়ে আমার চিন্তাধারা ইতিবাচক।’
ঐক্যফ্রন্ট থাকবে কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘আমরা ঐক্যফ্রন্ট রাখার জন্যই করেছি। নীতিগতভাবে আমি বিশ্বাস করি ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে সরকারকে চাপ সৃষ্টির সুযোগ রয়েছে। নীতিগতভাবে আমরা ঐক্যফ্রন্ট রাখার পক্ষে।’
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। জনমত গঠন করাও এক ধরনের আন্দোলন। নির্বাচন প্রত্যাখ্যান করাও এক ধরনের আন্দোলন। এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন আরও তীব্র হতে পারে।’
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মোট ৭ জন প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের নানা অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তবে এতে দ্বিমত ঐক্যফ্রন্ট তথা ড. কামাল হোসেনের গণফোরামের। ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতে শপথ নিতে চান তারা।