সবুজ বাংলা অনলাইন ডেস্ক //টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ যেমন বড় জয় পেয়েছে, তেমনি নতুন মন্ত্রিসভাতেও কিছু চমক থাকবে। নবীন-প্রবীণ মিলিয়েই এবার মন্ত্রিসভা হবে।
আজ সকালে দলীয় এমপিদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটাকে তাদের সম্মান করা উচিৎ। এবার মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে। আমাদের নেত্রীর ব্যক্তিগত ও কেরিশমার পক্ষে। এ নির্বাচনের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে শেখ হাসিনা ম্যাজিক।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে নিবেদিত প্রাণ ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হল।
বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের ‘আরো অনেক কিছু’ দেয়ার ছিল মন্তব্য করে কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে বঙ্গবন্ধুকন্যাদের পাশে সৈয়দ আশরাফের অনেক ভূমিকা ছিল।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এতে মহাজোটের শরিকদের মধ্যে আওয়ামী লীগ ২৫৬টি এবং জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, বিকল্পধারা দুটি এবং বাংলাদেশ জাসদ, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি) একটি করে আসন পায় নির্বাচনে। আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে বিএনপি পাঁচটি, গণফোরাম দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা পায় তিনটি আসন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর পহেলা জানুয়ারি নির্বাচিত ২৯৮ জনের নাম-পরিচয়সহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ নেন ২৮৯ জন সাংসদ।