ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক-আওয়ামী লীগ

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি আওয়ামী লীগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের যে দাবি জানিয়েছে তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের দাবি অযৌক্তিক। তাদের এই দাবি গণবিরোধী। এই বক্তব্য প্রকাশ করার মধ্য দিয়ে গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কাজেই বাংলাদেশের জনগণ তাদের আবারও সমুচিত জবাব দেবে। তাদের এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ‘এই নির্বাচনে বাংলাদেশের মানুষ একটি সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙে দিলো এবং জামায়াত-যুদ্ধাপরাধী অপশক্তির হাত গুঁড়িয়ে দিলো এই ভোটের মাধ্যমে। আজকে আমরা অভিভূত যে, বাংলাদেশের মানুষ ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, স্বাধীনতার পক্ষে আছে, অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে আছে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’
তিনি বলেন, ‘আজকে তাই এ বিজয়ের দিনে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিজয় মিছিল না করতে। তাই কোনও ধরনের বিজয় উল্লাস বা কোনও ধরনের বিজয় মিছিল আমরা করবো না। আমরা বাংলাদেশের মসজিদে, মন্দিরে, গির্জায় প্রার্থনা করবো। আজকে এই দেশের সকল মানুষের উৎকণ্ঠা ম্লান করে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয়েছে এবং এ নির্বাচনে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সুতরাং আমরা কোনও ধরনের বিজয় উল্লাস করবো না।’
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশবাসী আনন্দের জোয়ারে ভাসছে। আমরা যদি এক কথায় বলি তাহলে বলবো যে, শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তাই আমাদের আজকের এই বিজয়ের ফসল। তিনি বিগত ১০ বছর বাংলাদেশের মানুষকে যে অভাবনীয় উন্নয়ন দিয়েছেন এবং আগামী দিনে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পথচলার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারই ফলশ্রুতিতে আমরা একটি অভূতপূর্ব বিজয় অর্জন করেছি। এজন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং ভোটারদের প্রাণঢালা অভিনন্দন জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।