গৌরনদীতে রোটারী ক্লাবের উদ্যোগে টিউবওয়েল প্রদান

গৌরনদী প্রতিনিধি
রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের হতদরিদ্রদের আবাসস্থল উত্তর পালরদী গ্রামের হাজাম পাড়ায় বসানো একটি ডিপ টিউবওয়েল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে, ওই পাড়ার সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় জনগোষ্ঠির জন্য বিশুদ্ধ খাবার পানির প্রাপ্তি নিশ্চিত করতে রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির উদ্যোগে সম্প্রতি ওই পাড়ায় বিনামুল্যে টিউবওয়েলটি বসানো হয়। গতকাল বিকেলে রাজধানী ঢাকা থেকে এসে ক্লাবের নেতৃবৃন্দগন আনুষ্ঠানিক ভাবে ডিপ টিউবওয়েলটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির নেতৃবৃন্দগন গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় গৌরনদী প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ রেজাউল হক, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সৈয়দ আফতাবুজ্জামান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শেখ ফজলুর রহমান, বোটারি ক্লাব অব পার্কসিটি গুলসান এর সেক্রেটারী রোটারিয়ান ইমরান খান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সহসভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এস,এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সহ সম্পাদক এম, আলম, সাবেক কোষধ্যক্ষ উত্তম দাস প্রমুখ। শেষে রোটারী ক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দগন হাজাম পাড়ায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে ডিপ টিউবওয়েলটি উদ্বোধন করেন।