সবুজ বাংলা অনলাইন ডেস্ক//একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচার চালিয়েছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একই সঙ্গে এত দিন যারা প্রচার চালিয়েছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।আজ সকাল ৮টা থেকে নির্বাচনের প্রচারকাজ বন্ধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন ভবনে ফল ঘোষণাকেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন অবশ্যই উৎসবের হবে। আতঙ্কের কিছুই নাই। এ বছরই কেবল, ব্যাপক সংখ্যক, সর্বাধিক সংখ্যক, প্রার্থী এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এবং তারা আমরা তো দেখি, আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে, মানুষ কীভাবে উৎসবমুখর পরিবেশে তারা, রাস্তায় নেমে নিজেদের প্রার্থীদের প্রচার চালায়। সেই অবস্থা বহাল থাকবে, বলবৎ থাকবে।
সিইসি বলেন, নির্বাচনের প্রচারণা শুক্রবার সকাল আটটা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নিবেন। কাউকে কোনো রকমে কেউ যেন বাধা দিতে না পারে। যার যার ভোট যেন সে দিতে পারে।
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সংখ্যালঘুদের প্রতি সবার খেয়াল রাখতে হবে। যাতে স্বাভাবিকভাবে তারা ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকলের জন্য নিরাপত্তা; সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব। দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
সাংবাদিকদের উদ্দেশে নূরুল হুদা বলেন, বুথ তৈরি করা হয়েছে, আপনারা কীভাবে ম্যানেজ করবেন, আপনারা কীভাবে সংবাদ পরিবেশন করবেন সেটা দেখার জন্য। আমি খুবই খুশি হয়েছি, মোটামুটিভাবে এখানকার প্রস্তুতি শেষ। আগামীকালকে, পরশু থেকে আপনারা এখানে যার যার অবস্থানে গিয়ে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ দিই।