পিরোজপুর-১ আসনে নৌকার প্রচারণায় স্বরূপকাঠির তরুন সমাজ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
”তরুনদের ভোট নৌকা মার্কায় হোক” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে আ.লীগ দলীয় প্রার্থী শ ম রেজাউল করিমের নৌকা মার্কার সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছে উপজেলার প্রায় দেড় হাজার তরুন। পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের ছেলে মো. মেহেদী হাসান সাগরের নেতৃত্বে ওই সকল তরুনরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার দিনভর গনসংযোগ ও পথসভা করেছে। বিকেলে সোহাগদল ইউনিয়নে সোহাগ যুব সংঘের সামনের সড়কে অনুষ্ঠিত পথসভায় মেহেদী হাসান সাগর বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে তখনকার এদেশের তরুনরা অগ্রনী ভূমিকা রেখেছিল। ঠিক তেমনিভাবে বর্তমান তরুনদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত রক্ষার পাশাপশি উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মুসফিক, সোহাগ, বায়জিদ, আনিস, শেখর হালদার, ছাত্রলীগ নেতা আশিক ও শুভ প্রমুখ।