গৌরনদীতে শান্তিপূর্ন পরিবেশে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপন

সিনথিয়া ঘরামী//গতকাল ২৫ শে ডিসেম্বর মঙ্গলবার খ্রীষ্টিয়ানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে গৌরনদী উপজেলা কাথলিক মিশনে খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ন ভাবে বড়দিন পর্ব পালন করে।
বড়দিন শব্দটির অর্থ- সাধারনভাবে দিনটি কে বড় হিসেবে বোঝান হয়। কিন্তু খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের কাছে দিনটির তাৎপর্য ব্যাপক। এই দিনে মুক্তিদাতা প্রভু যীশু খ্রীষ্ট বেথলেহেম নগরে জন্ম গ্রহন করেন। তাই এই দিন হল মানব জাতীর মুক্তিদাতার জন্মদিন। এই অর্থে খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীরা বড়দিন পর্বটি পালন করে থাকে। এই পর্ব বা উৎসব উপলক্ষ্যে গৌরনদী কাথলিক মিশন হয়ে উঠেছে আলোকে আলোকময় এবং লোকে লোকারন্য । চার্চের মধ্যে উপস্থিত সকলে গানে গানে, প্রার্থনা এবং ধন্যবাদের মধ্যে দিয়ে উৎসবটি পালন করেছে।
এই পর্বটি পরিচালনায় ছিলেন অত্র চার্চের পাল পুরোহিত ফাদার স্যামুয়েল মিন্টু বৈরাগী এবং সহকারী পাল পুরোহিত ফাদার লরেন্স বরুন গমেজ, ফাদার অনল টেরেন্স ডি.কস্তা এবং সিস্টারগন। বড়দিন উপলক্ষে চার্চ শুরু হয় ২৪ ডিসেম্বর রাত ৯ টায়।
চার্চটি পরিচালনা করেন ফাদার অনল টেরেন্স ডি.কস্তা। রাত ১২ টার সময় উপস্তিত সকলে পরস্পর পরস্পরকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করে। চার্চ শেষে কীর্তনের মধ্যে দিয়ে চার্চের সমাপ্তি হয়। আবার ২৫ তারিখ সকাল ৯টা থেকে সকাল ১০.৩০ পর্যন্ত বড়দিনের সকালের চার্চ অনুষ্ঠিত হয় । এই চার্চ পরিচালনা করেন ফাদার স্যামুয়েল মিন্টু ।
বড়দিন সম্পর্কে ফাদার অনল টেরেন্স ত্তি. কস্তা বলেন, “আজ বড়দিন। খ্রীষ্ট বিশ্ববাসীদের জন্য একটি আনন্দের দিন, মিলনের দিন, একতার দিন, ক্ষমার দিন, দানের দিন, উপহারের দিন। এদিনে প্রভু যীশু জন্মগ্রহন করেছেন সকলের মুক্তির জন্য পবিত্রদানের জন্য ও পাপের ক্ষমা লাভের জন্য । তাই খ্রীষ্ট বিশ্বাসী সকলে আনন্দের সাথে যীশুর জন্মদিনউদযাপন করছে। “শুভ বড়দিন”