গৌরনদীতে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

মোঃ মহাসিন খান,স্টাফ রিপোর্টার//
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খান, সাধারন সম্পাদক আঃ বারেক সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শরীফের নেতৃত্বে বিএনপি, যুবদল ,ছাত্রদল ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতা কর্মী গত রোববার রাতে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।
বিএনপির ওই নেতা-কর্মীরা গত রোববার রাত ৮টায় গৌরনদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রীর পদমর্যাদা), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।